বিনোদন

আবারো টিভিতে ‘মধ্য রাতের সেবা’

জিয়াউর রহমান জিয়া পরিচালিত একক নাটক ‘মধ্য রাতের সেবা’। গত ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে প্রচার হয় এটি। প্রচারের পর দর্শকের মাঝে ভালো সাড়া ফেলে নাটকটি। দর্শকের অনুরোধে আবারো এ নাটক প্রচার করতে যাচ্ছেন টেলিভিশন কর্তৃপক্ষ।

আগামীকাল শুক্রবার রাত সাড়ে ৮টা ও রাত ১১টায় বিশেষ নাটক হিসেবে প্রচার হবে এটি। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন, অন্তর্জালে সর্বাধিক ভিউ হওয়া নাটকের তালিকায় বাংলাদেশের যে কটি নাটক জায়গা করে নিয়েছে তার মধ্যে ‘মধ্য রাতের সেবা’ শীর্ষে রয়েছে। অন্যদিকে ইউটিউবে এ নাটকের ভিউ হয়েছে ৩০ লাখের বেশি। বিপুল সংখ্যক দর্শকের অনুরোধে নাটকটি আবারো প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি লাল শার্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ নাটকের গল্প। এটি রচনা করেছেন সুবাতা রাহিক জারিফা। চিত্রনাট্য লিখেছেন বেনু শর্মা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মাজনুন মিজান, রাশেদ সীমান্ত, নাজিয়া হক অর্ষা, আনোয়ার হোসেন আনু, কালে খা, ইকবাল হোসাইন, বাদল প্রমুখ। ঢাকা/শান্ত