বিনোদন

ভাবনার নৃত্যের তালে শুরু ফোক ফেস্ট

উপমহাদেশের সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’।

বৃহস্পতিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসছে এ উৎসবের পঞ্চম আসর।

ভাবনা ও তার নৃত্য দলের মনোরম নৃত্যের তালে তালে সন্ধ্যা ৬টায় শুরু হয় ফেস্টের প্রথম দিনের আয়োজন। নাচের দলটি একে একে তিনটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে।

প্রথম দিনের আয়োজনে দেশের লোকসংগীতের পরিবেশনা নিয়ে আসবে গানের দল জর্জিয়ার শেভেনেবুরেবি। তারপর বাংলা লোকসংগীতের সমৃদ্ধ ভাণ্ডার নিয়ে হাজির হবেন জনপ্রিয় গায়ক শাহ আলম সরকার। সর্বশেষ মঞ্চে আসবেন ভারতের নন্দিত গায়ক দালের মেহেন্দি। ঢাকা/রাহাত সাইফুল/সনি