বিনোদন

এখন অনেকটা ভালো লাগছে: নুসরাত

টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান এখন ভালো আছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে হাসপাতাল থেকে নিজের বাড়ি ফিরেছেন এই অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরার আগে ভারতীয় আরেকটি সংবাদমাধ্যমে কথা বলেন নুসরাত। এ সময় শারীরিক অবস্থা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আমার অ্যাজমার সমস্যা তো আছেই। রোববার রাতে তা প্রচন্ড বেড়ে যায়। তাই হাসপাতালে আসতেই হলো। তবে এখন অনেকটা ভালো লাগছে। আর কিছুক্ষণ পরই বাড়ি ফিরে যাব। আবার কাজ শুরু করব।’

গত রোববার নুসরাতের বর নিখিল জৈনর জন্মদিন ছিল। এদিন সন্ধ্যায় বাড়িতে পার্টির আয়োজন করা হয়। পার্টি শুরুর সময় বেশ সেজেগুজে ঘোরাফেরা করতে দেখা যায় নুসরাতকে। অতিথিদের অভ্যর্থনাও জানান তিনি। আচমকাই অসুস্থ হয়ে পড়েন নুসরাত। তারপর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেত্রীকে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এদিকে নুসরাতের অসুস্থতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শুরুতে জানা যায়, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন নুসরাত। অন্যদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে একটি সূত্র বলেন, ‘শ্বাসকষ্ট নয়, অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ। এজন্য ওই বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে ফুলবাগান থানায় ড্রাগ ওভারডোজের অভিযোগ দায়ের করা হয়েছে।’

যদিও এমন অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন নুসরাতের স্বামী নিখিল জৈন। তার ভাষায়, ‘হাঁপানির সমস্যা বাড়ায় মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয় নুসরাতের।’ ঢাকা/শান্ত