বিনোদন

দেশের প্রেক্ষাগৃহে বনি-কৌশানী

টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী কৌশানী মুখার্জি অভিনীত সিনেমা ‘জানবাজ’। সাফটা চুক্তির মাধ্যমে আজ শুক্রবার দেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

ঢাকার পরিবেশক ও প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট সিনেমাটি আমদানি করেছে। অন্যদিকে মাহিয়া মাহি অভিনীত এ প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মনে রেখো’ সিনেমা কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

হার্টবিটের কর্ণধার প্রযোজক তাপসী ফারুক বলেন, দেশের বড় বড় সিনেমা হলে আজ থেকে ‘জানবাজ’ সিনেমা প্রদর্শিত হচ্ছে। ঢাকার মধ্যে মধুমিতা, বলাকা, জোনাকি, বিজিবি, চিত্রামহল, এশিয়া, পুনম, পূরবী, আনন্দ হলে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে।

মৌলিক গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। একটি কয়লা খনিকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির গল্প। এতে আরো অভিনয় করেছেন—টোটা রায় চৌধুরী, শংকর চক্রবর্তী, সুদীপ প্রমুখ। অনুপ সেনগুপ্ত পরিচালিত এ সিনেমা গত ২৫ অক্টোবর কলকাতায় মুক্তি পায়। ঢাকা/শান্ত