বিনোদন

বাবা হতে নারাজ ঋষি কাপুর

বলিউডের বরেণ্য অভিনেতা ঋষি কাপুর। ১৯৭০ সালে ‘মেরা নাম জোকার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। অভিষেক চলচ্চিত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। ১৯৭৩ সালে ‘ববি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এবার জিতে নেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এরপর অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।

আগামী বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে ঋষি কাপুরের। এখন তিনি এমন কোনো চরিত্রে অভিনয় করতে চান যা সিনেমার গল্পে প্রভাব ফেলে। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ঋষি কাপুর বলেন, ‘সত্যি আমি কাজ ভালোবাসি। চরিত্রের দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ নয় কিন্তু তাৎপর্যহীন চরিত্রে কাজ করতে চাই না। যেমন নায়ক-নায়িকার বাবার চরিত্র। এগুলো আগে করেছি। গল্পে ভূমিকা রাখে এমন চরিত্রে অভিনয় করতে চাই।’

২০১৮ সালের শেষের দিকে জানা যায়, ক্যানসারে আক্রান্ত হয়েছেন ঋষি কাপুর। এখন তিনি ক্যানসার মুক্ত। মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১১ মাস চিকিৎসা শেষে গত ১০ সেপ্টেম্বর ভারতে ফেরেন এই অভিনেতা। আবারো অভিনয়ে ফেরার ব্যাপারে তিনি আশাবাদী। ঋষি কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাজমা চাউল’। লীনা যাদব পরিচালিত সিনেমাটি গত বছরের নভেম্বরে মুক্তি পায়। ঋষি কাপুর অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘দ্য বডি’। আগামী ১৩ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। ঢাকা/শান্ত/তারা