বিনোদন

জটিলতায় দাবাং-থ্রি

সুপারস্টার সালমান খান অভিনীত পরবর্তী সিনেমা দাবাং-থ্রি। ইতোমধ্যে প্রকাশিত সিনেমার ট্রেইলার ও গান দর্শকের মাঝে সাড়া ফেলেছে। তবে সিনেমাটি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।

সিনেমার ‘হুড় হুড় দাবাং’ গান নিয়ে আপত্তি তুলেছে হিন্দু জনজাগ্রুতি সমিতি। সংগঠনটি দাবি, এই গানের মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে। পাশাপাশি এই ধরনের দৃশ্যসহ সিনেমার সেন্সর সার্টিফিকেট না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্ববান জানিয়েছে সংগঠনটি। টাইমস নাও এই তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে সংগঠনের নেতা সুনীল ঘানওয়াত বলেন, গানে সালমানের সঙ্গে সাধুদের আপত্তিজনকভাবে নাচতে দেখা গেছে। এতে করে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত লেগেছে। সালমান যেভাবে হিন্দু সাধুদের অপমান করেছেন সেভাবে মোল্লা, মৌলভী কিংবা পাদ্রীদের নাচাতে পারবেন?

দাবাং-থ্রি পরিচালনা করছেন প্রভুদেবা। সালমান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— সোনাক্ষী সিনহা, কিচা সুদীপ, আরবাজ খান, মাহি গিল প্রমুখ। এর মাধ্যমে বলিউডে পা রাখছেন নির্মাতা-অভিনেতা মহেশ মাঞ্জরেকরের মেয়ে সাঈ মাঞ্জরেকর। আগামী ২০ ডিসেম্বর এই সিনেমা মুক্তি পাবে। ঢাকা/মারুফ