বিনোদন

বিকল্প পেশার কথাও ভেবেছেন শহিদ

বলিউড অভিনেতা শহিদ কাপুর। প্রায় দুই দশক ধরে বলিউডে অভিনয় করছেন। কিন্তু বক্স অফিসে তার সিনেমার ব্যর্থতার কারণে বিকল্প পেশার কথাও ভেবেছিলেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে শহিদ কাপুর বলেন, আমি ভাবতাম, আমার কি বিকল্প পেশায় যাওয়া উচিত কারণ আমার কোনো সিনেমাই ব্লকবাস্টার হচ্ছিল না। সবার জীবনে এমন সময় আসে। আমার সঙ্গেই কেন এমনটা হচ্ছে— ভাবনা কাজ করে।

চলতি বছর শহিদ অভিনীত কবির সিং ব্লকবাস্টার হিট হয়েছে। তেলেগু ভাষার অর্জুন রেড্ডি সিনেমার রিমেক এটি। এই অভিনেতার পরবর্তী সিনেমা জার্সি। এটিও একই নামের একটি সিনেমার রিমেক। 

এ প্রসঙ্গে শহিদ বলেন, শুধু রিমেক সিনেমা করছি— সবাই যেন এমন না মনে করে এজন্য একটি মৌলিক সিনেমা করতে চেয়েছিলাম। কিন্তু যখন জার্সি দেখি এটি আমার হৃদয় ছুঁয়ে গেছে। সিনেমা দেখে চারবার কেঁদেছি। এই চরিত্র কবির সিংয়ের মতো না। সে শান্ত, কিছুটা আত্মকেন্দ্রীক। তার জীবনের গল্প খুবই অনুপ্রেরণাদায়ক।

তেলেগু ভাষায় জার্সি সিনেমাটি মুক্তি পায় চলতি বছর এপ্রিলে। স্পোর্টস-ড্রামা ঘরানার সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন নানি ও শ্রদ্ধা শ্রীনাথ। ঢাকা/মারুফ