বিনোদন

সিনেমায় বছরের নতুন মুখ

প্রতি বছর রুপালি ভুবনে নতুন অভিনেতা-অভিনেত্রীর আগমন ঘটে। সিনেমায় অভিনয় করে এদের কেউ তারকা বনে যান। কেউ হারিয়ে যান পর্দা থেকে। এ বছরও বেশ কয়েকজন নায়ক-নায়িকা যুক্ত হয়েছেন ঢালিউডে। এদের মধ্যে নায়িকার সংখ্যাই বেশি।

তবে এবছর নতুন হিসেবে আলোচনায় ছিলেন নায়ক নন, একজন গায়ক। আসিফ আকবর সিনেমায় অভিনয় করছেন এটা অনেকের কাছেই ছিল চমক। সাদাত হোসাইন পরিচালিত ‘গহীনের গান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন তিনি।

চলতি বছর আরেকজন সংগীতশিল্পীর নায়ক হিসেবে অভিষেক ঘটে। তিনি তাহসান খান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার জনপ্রিয় শিল্পী শ্রাবন্তী।

মৌ খান মোহাম্মদ আসলাম পরিচালিত ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। এই সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। উত্তম আকাশ পরিচালিত 'প্রেম চোর' সিনেমায় শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন পাঞ্জাবি মেয়ে নেহা আমান দ্বীপ। এই সিনেমার মাধ্যমে প্রথমবার ঢাকাই চলচ্চিত্রে নাম লেখান দুজন।

মিষ্টি মারিয়া অভিনীত দুটি সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের পর্দায় প্রথম হাজির হন তিনি। আমীরুল ইসলাম পরিচালিত ‘আলোয় ভুবন ভরা’ ও শহীদুল আলম সাচ্চুর ‘ভালোবাসার উত্তাপ’ শিরোনামের সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন মিষ্টি। দুটি সিনেমাই প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

কমল সরকার পরিচালিত ‘পাগলামি’ সিনেমায় প্রথম বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেন ওপার বাংলার শ্রাবণী রায়। এতে বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করেন তিনি।  নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ‘আলফা’ সিনেমাটি ২৬ এপ্রিল মুক্তি পায়। এতে দিলরুবা দোয়েলের নায়িকা হিসেবে অভিষেক ঘটে। গোলাম মোস্তফা শিমুল পরিচালিত ‘কারণ তোমায় ভালোবাসি’ সিনেমাটি মুক্তি পায় ২২ মার্চ। এ সিনেমায় নায়ক হিসেবে অভিষেক ঘটে ছোট পর্দার অভিনেতা সাব্বির আহমেদের।

অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক ঘটে ছোট পর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। এছাড়াও তাপস কুমার দত্তর ‘অনুপ্রবেশ’ সিনেমায় আনোয়ার সায়েম ও সানজিয়া ইসলাম, বশির ইসলামের ‘ভালোবাসার জ্বালা’ সিনেমায় শাকিল খান ও অর্পা, মাহমুদ হাসান শিকদারের ‘অবতার’ সিনেমায় জেএইচ রুশো, শাহ আলম মণ্ডলের ‘ডনগিরি’ সিনেমায় অ্যামিয়া এমি, ‘ইতি তোমারই ঢাকা’ সিনেমায় শেহতাজ, মনোজ প্রামাণিক ও শাহনাজ সুমিয়া, তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ সিনেমায় অভিষিক্ত হন সুনেরাহ বিনতে কামাল। ঢাকা/তারা