বিনোদন

বেঁচে আছি এটাই সবচেয়ে ভালো খবর: সুমি

‘বেঁচে আছি এটাই সবচেয়ে ভালো খবর। কাজের অংশ হিসেবে সারা বছর বিভিন্ন কনসার্ট করেছি, নতুন নতুন গান প্রকাশ করেছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ! বছরটি অনেক ভালো ছিল। আর ব্যক্তিগতভাবে যদি বলি, আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠান চালু করেছি। এছাড়া উল্লেখযোগ্য বিশেষ কিছু নেই।’— রাইজিংবিডির সঙ্গে আলাপকালে সদ্যবিদায়ী বছর প্রসঙ্গে কথাগুলো বলেন চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার শারমীন সুলতানা সুমি।

প্রাপ্তি-অপ্রাপ্তি মিলিয়েই জীবন। কিন্তু গত বছর সংগীতশিল্পী সুমির কোনো অপূর্ণতা ছিল কিনা? এমন প্রশ্নের উত্তরে এই শিল্পী বলেন, ‘আমার একটি বিষয় আছে তা হলো— আমি কিছু চাই না। যেকোনো কাজ শেষ করার জন্য চেষ্টা করি কিন্তু আলাদা করে কোনো প্রত্যাশা রাখি না। যে কারণে যা পাই তাতেই লাভ। জয় বাংলা কনসার্টে প্রতি বছর অংশ নেই। দর্শকের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা বড় উপলক্ষ। এটা করতে ভালো লাগে। সবকিছু মিলিয়ে গত বছরও ভালো ছিল। ব্যান্ডের সবাই একসঙ্গে আছি, শো করছি, গান করছি— এটাই সবচেয়ে বড় কথা।’

নতুন বছরের প্রত্যাশা ব্যক্ত করে ‘আহারে জীবন’খ্যাত কণ্ঠশিল্পী সুমি বলেন, ‘নতুন বছরে প্রত্যাশা নাই কিন্তু কাজ করব। এ বছর চিরকুটের ১৮ বছর পূর্ণ হবে। এটা নিয়ে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। সময় হলে এ বিষয়ে জানাব।’

একক গানের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্রের সংগীত নিয়ে কাজ করছে ব্যান্ড দল চিরকুট। ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘শহরের কাকটাও’, ‘কানামাছি’ শিরোনামের গানগুলো চিরকুটের করা বাংলা চলচ্চিত্রের গান। গানগুলো জনপ্রিয় হয়েছে।  

ঢাকা/শান্ত/নাসিম