বিনোদন

মোদির বাবার জন্মসনদ চাইলেন অনুরাগ

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের প্রতিবাদে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে। এসব কিছুর মধ্যে গত ১০ জানুয়ারি থেকে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয়েছে।

ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের সঙ্গে এর প্রতিবাদ করে আসছেন নির্মাতা-অভিনেতা অনুরাগ কাশ্যপ। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবার জন্মসনদ দেখাতে বললেন তিনি। দ্য হিন্দু.কম এ খবর প্রকাশ করেছে।

এক টুইটে অনুরাগ জানান, সিএএ আইন কার্যকর হয়েছে। মোদিকে প্রথমে নিজের কাগজ, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে নিজের ডিগ্রি, নিজের বাবা ও পরিবারের সবার জন্মসনদ গোটা ভারতকে যেন দেখান। তারপর যেন আমাদের জন্মসনদ চান।

গত ১১ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইন পাশের পর থেকেই তার বিরোধিতা করে আসছেন অনুরাগ কাশ্যপ। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনকে কটাক্ষ করেছেন তিনি। ঢাকা/শান্ত