বিনোদন

রুবেলের কাছে পপি স্পেশাল

মার্শাল আর্ট হিরো হিসেবে বাংলা চলচ্চিত্রে আবির্ভাব হয় মাসুম পারভেজ রুবেলের। পর্দায় কুংফু-কারাতের নান্দনিক সব কৌশল দেখিয়ে বাংলা সিনেমায় এনেছিলেন নতুন জোয়ার। জুটি প্রথায় আবদ্ধ হননি। অভিনয় জীবনে ৫০জন নায়িকার বিপরীতে নায়কের ভূমিকায় সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

পর্দায় সহশিল্পী হিসেবে কোন নায়িকার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন? এমন প্রশ্নের জবাবে রুবেল বলেন, ‘সব নায়িকার সঙ্গেই ভালো কাজ হয়েছে। তারপরও তিনজনের সঙ্গে কাজ করতে বেশি ভালো লাগত। এরা হলেন—পপি, মৌসুমী ও পূর্ণিমা। তবে এর মধ্যে স্পেশালি পপির সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এর আগে ছিলেন কবিতা।’ 

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রুবেল। অভিনয় করেছেন প্রায় আড়াইশ’ সিনেমায়। ফাইট ডিরেক্টর, প্রযোজক ও পরিচালক হিসেবেও সফল তিনি। ১৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন, যার সবগুলোই সুপারহিট। চলচ্চিত্রে এখন আর নিয়মিত নন এই চিত্রনায়ক। রাহাত সাইফুল/শান্ত/নাসিম