বিনোদন

সালমান শাহ’র মৃত‌্যু : তদন্তে ভুল আছে!

‘এ তদন্তে অনেকে ভুল আছে। তদন্তকারী দলের গাফিলতি আছে। যার কারণেই তারা মনগড়া প্রতিবেদন দিয়ে বলছে, সালমান শাহ নাকি আত্মহত্যা করেছে! ন্যায়বিচারের জন্য আমরা উচ্চ আদালতে যাবো।’

এভাবেই কথাগুলো বলছিলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সালমান শাহ’র মৃত্যুর কারণ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করে পিবিআই। তদন্তে- ‘সালমান শাহকে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন’ বলে উল্লেখ করা হয়েছে।

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। ঢাকা/রাহাত সাইফুল/সনি