বিনোদন

নাটকের মহরত

মধ্যবিত্ত পরিবারের মেয়ে পারমিতা। বাবার আদরের পারমিতা ভালোবাসে ধনী পরিবারের ইরফানকে। অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষ করে ইরফান। তারপর দেশে ফিরে পারমিতাকে বিয়ে করতে চায়। আর তখনই শুরু হয় নানা বাধা-বিপত্তি। জোর করে অন্য এক মেয়ের সঙ্গে ইরফানের বিয়ে ঠিক করে তার পরিবার।

বিয়ের পর ইরফান পারমিতাকে ভুলে যেতে চায়। পারমিতাও নতুন করে জীবন শুরু করতে চায়। কিন্তু প্রেমের পিছুটান আর নিয়তির বন্ধন কেউ-ই উপেক্ষা করতে পারে না। শুরু হয় পারমিতা আর ইরফানের নতুন জীবন। যে-জীবনে পারমিতার পাওনা কিছুই থাকে না। থাকে শুধু মায়ের গ্লানি, বাবার অপমান আর সম্পর্কের দেনা!

এমন গল্প নিয়ে গড়ে উঠেছে ‘দেনা পাওনা’ নামে ধারাবাহিক নাটকের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী ছোটগল্প ‘দেনা পাওনা’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। গতকাল মঙ্গলবার নাটকটির শিল্পী-কুশলীদের নিয়ে মহরত অনুষ্ঠিত হয়েছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—তারিক আনাম খান, আজিজুল হাকিম, সঙ্গীতা, উপমা, নাফা, আতিক, রোদেলা মির্জা, লেলিন, মনিরা ইউসুফ মেমী, কোহিনূর সিরাজুল ইসলাম, ইরফান প্রমুখ।

নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন আহমেদ খান হীরক। লাইন প্রডিউসার হিসেবে আছেন ফিরোজ কবীর ডলার।

 

ঢাকা/শান্ত