বিনোদন

চটেছেন অক্ষয় (ভিডিও)

করোনাভাইরাস প্রতিরোধে ভারতে লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু অনেকেই এটি অমান্য করে ঘরের বাইরে বের হচ্ছেন। এতে ভীষণ চটেছেন ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন অক্ষয়। এর ক্যাপশনে লিখেছেন, ‘ঝুঁকির বিষয়টি বার বার শুনে আমার চিন্তাভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। লকডাউন হওয়ার একটা কারণ রয়েছে। দয়া করে স্বার্থপরের মতো বাইরে ঘোরাফেরা করবেন না। আপনি অন্যের জীবন ঝুঁকিতে ফেলছেন।’

ভিডিওতে অক্ষয় কুমার বলেন, ‘প্রত্যেকবার আমার মনের কথা আপনাদের সঙ্গে ভালোভাবে বলি। কিন্তু আজ এতটাই রাগ হচ্ছে যদি আমার মুখ থেকে কোনো ভুল শব্দ বের হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু মানুষের মাথা কি খারাপ হয়ে গেছে! লকডাউন কাকে বলে তারা কি জানে না? লকডাউন মানে ঘরের মধ্যে থাকুন। পরিবারের সঙ্গে থাকুন। রাস্তায় ঘোরাঘুরি করার জন্য বের হবেন না। বাইরে গিয়ে নিজেকে খুব বাহাদুর মনে করছেন? আপনার এই বাহাদুরী এখানেই থেকে যাবে। নিজে হাসপাতালে যাবেন, পরিবারকেও সঙ্গে নিবেন— বাবা, মা, ভাই, বোন পৌঁছে যাবে। যদি খেয়াল না রাখেন কেউ বাঁচবে না। হাত জোড় করে বলছি, বুদ্ধি কাজে লাগান।’

তিনি আরো বলেন, ‘আমি সিনেমায় স্টান্ট করি— গাড়ি উড়িয়ে দিই, হেলিকপ্টারে ঝুলে থাকি, অনেক কিছু করি। কিন্তু সত্যি বলছি, আত্মা শুকিয়ে যাচ্ছে। এটি মজা করার সময় নয়। এই রোগের সামনে সবার অবস্থা খারাপ। আপনার পরিবারের হিরো হতে পারেন আপনি। জীবনের খিলাড়ি হন। শুধু ঘরে থাকুন। যতক্ষণ সরকার বলছে ঘরে থাকুন। এতে আপনার ও পরিবারের জীবন বাঁচবে। করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। আমাদের একে হারাতে হবে। এই রোগকে হারাতে হবে। আমাদের হাতে অন্য কোনো উপায় নেই। অন্য কোনো লড়াই হলে আমি আপনাদের বলতাম, চলুন উঠো সৈনিকরা লড়াই করুন। কিন্তু এই লড়াইয়ে আপনার হাত ধুয়ে শুধু ঘরে বসে থাকতে হবে। চুপচাপ ঘরে থাকুন। যতক্ষণ সরকার না বলছে বাইরে আসবেন না। এখন আপনাদের কাছে প্রশ্ন— আপনারা খিলাড়ি হবেন নাকি বোকা।’

 

দেখুন ভিডিও:

At the risk of sounding repetitive, sharing my thoughts...there is a lockdown for a reason. Please don’t be selfish and venture out, you’re putting others lives at risk ????????#StayAtHomeSaveLives. @mybmc pic.twitter.com/G0Nms9hYoP

— Akshay Kumar (@akshaykumar) March 24, 2020

 

ঢাকা/মারুফ