বিনোদন

করোনা: দিনমজুরদের পাশে চলচ্চিত্রের ‘টিম ইয়াং স্টার’

করোনা সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার। ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হোটেল-রেস্তোরাঁও বন্ধ। এতে করে স্বল্প আয়ের মানুষ অনেকটা বেকার হয়ে পড়েছে। তাদের সহযোগিতা করতে চলচ্চিত্রের নয়জন তারকা মিলে ‘টিম ইয়াং স্টার’ দল গঠন করে।

দলটি গতকাল স্বল্প আয়ের মানুষদের খাবার, মাস্ক, গ্লাভস বিতরণ করেছে। বেলা সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত রাজধানীর আফতাবনগর, রামপুরা ব্রিজ এলাকায় প্রায় দুই শ’ প্যাকেট খাবারসহ মাস্ক ও গ্লাভস বিতরণ করে দলটি। খাবারের মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল ও লবণ।

এই দলে কাজ করছেন চলচ্চিত্রশিল্পী জয় চৌধুরী, আঁচল আঁখি, বিপাশা কবির, রুমানা নীড়, নাদিম, শিপন মিত্র, সানজু জন, কাজী জারা ও শিরিণ শিলা।

জয় চৌধুরী বলেন, ‘আমরা নিজেদের টাকা দিয়ে এই কাজ করছি। মানবিক জায়গা থেকেই উদ্যোগটি নেওয়া।’

তিনি আরো বলেন, ‘করোনাভাইরাস আতঙ্কে শহর ফাঁকা। জীবনের ঝুঁকি নিয়ে রিকশাওয়ালারা বের হচ্ছেন। কারণ, বের না হলে তাদের সংসার চলবে না। আমাদের এই ক্ষুদ্র সহায়তা থেকে তারা দুই দিনের জন্য হলেও ঘরে অবস্থান করে সংসার চালাতে পারবেন।’

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত