বিনোদন

সালমানের পরিবারে শোকের ছায়া

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আতঙ্ক। এর মধ্যে সালমান খানের পরিবারে নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় এই বলিউড অভিনেতার ভাইপো আবদুল্লাহ মারা গেছেন।

গতকাল সোমবার মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। আবদুল্লাহর বয়স হয়েছিল ৩৮।

দুই দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ধীরুভাই কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে সালমানের পরামর্শে তাকে বান্দ্রার লীলাবতী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভাইপোর সঙ্গে একটি ছবি পোস্ট করে শোক প্রকাশ করেছেন সালমান। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমরা তোমাকে সবসময় ভালোবাসব।’

প্রথমে গুঞ্জন শোনা যায়, করোনাভাইরাসে আবদুল্লাহর মৃত্যু হয়েছে। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সালমানের পরিবার। জানা যায়, হৃদযন্ত্রজনিত সমস্যায় তার মৃত্যু হয়েছে। এছাড়া তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। তার ফুসফুসেও সংক্রমণ ছিল। 

সালমানের সঙ্গে প্রায়ই বিভিন্ন জায়গায় আবদুল্লাহকে দেখা যেত। বিশেষ করে একসঙ্গে জিম করতেন তারা। সালমানের পাশাপাশি ইউলিয়া ভান্তুর, ডেইজি শাহ, জেরিন খানসহ অনেকে আবদুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

 

ঢাকা/মারুফ