বিনোদন

করোনা: মরুভূমিতে আটকে আছে ৫৮ জনের শুটিং ইউনিট

ভারতের দক্ষিণী সিনেমার ৫৮ জনের একটি শুটিং ইউনিট জর্ডানের মরুভূমিতে আটকে আছেন। এ ইউনিটে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারও রয়েছেন।

পুরো ইউনিট ভারতে ফিরে আসার আবেদন জানিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে ই-মেইল করেছেন অভিনেতা পৃথ্বীরাজ সুকুমার। শুধু তাই নয়, এ অভিনেতা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকান্টেও একটি পোস্ট করেছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জর্ডানের মরুভূমির ক্যাম্প ওয়াদি রামে শুটিং করছিলেন সিনেমাটির টিম। শুটিংয়ের মাঝপথে বাধা হয়ে দাঁড়ায় করোনাভাইরাস। আপাতত শুটিং বন্ধ করে ওই মরুভূমির ক্যাম্পেই আটকে রয়েছেন জনপ্রিয় তারকা পৃথ্বীরাজসহ পুরো ইউনিট। সেখান থেকে উদ্ধারের জন্য কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে ই-মেইল করেছেন এই অভিনেতা।

কেরালা ফিল্ম চেম্বারকেও বিষয়টি জানিয়েছেন পথ্বীরাজ। এ অভিনেতার ই-মেইলের বিষয়টি গতকাল বুধবার প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। পুরো শুটিং ইউনিট ভারতে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপের কথা এখনো জানা যায়নি বলেও প্রকাশিত এ প্রতিবেদনে জানানো হয়েছে।

 

ঢাকা/শান্ত