বিনোদন

‘বসে বসে খেলে রাজার ভাঁড়ারও শূন্য হয়’

‘‘৭২ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে আমার পেশার জন্য এক টাকাও নাই! আপনাদের কী ধারণা বাংলাদেশের বাস্তবতায় নাটক, বিজ্ঞাপন বা চলচ্চিত্র বিশাল কোনো ইন্ডাস্ট্রি, মানে সালমান এফ রহমান আর রুবানা হকদের চেয়েও বিশাল! তারমধ্যে আবার দু-তিনদিন আগে সকাল সকাল ডিরেক্টরস গিল্ড থেকে একটা মেসেজ পেলাম। এতে বলা হয়েছে, ‘প্রিয়  নির্মাতা, উদ্ভূত অচলাবস্থায় স্বল্প আয়ের নির্মাতাদের তালিকা তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। যাদের সরকারি সহযোগিতা প্রয়োজন তারা নাম ও সদস্য নম্বর এই ফোন নম্বরে পাঠান।’ এখন ধরেন, কেউ মেধায় এবং জীবনযাপনে ঋত্বিক ঘটক, সে কি মরে গেলেও নাম লেখাতে যাবে?’’—এমন প্রশ্নই ছুড়ে দিয়েছেন ছোট পর্দার গুণী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

আত্মসম্মান বিসর্জন দিতে নারাজ এই নির্মাতা। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন— ‘এভাবে আত্মসম্মান বিসর্জন দিয়ে সরকারের কাছে সাহায্য চাইতে হবে কেন! সালমান বা রুবানা কি সেটা করেছেন? এই ৭২ হাজার ৫০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজে আমরা নাই? আমাদের পেশা কী ক্ষতিগ্রস্ত নয়? শো বিজনেসে আসার আগে শো ম্যান হবার যোগ্যতা অর্জন করাটা বেশি দরকার ছিল কিনা? টাকা থাক বা না থাক মানতেই হবে শো বিজনেস একটা কেতাদুরস্ত পেশা। সুতরাং সহযোগিতা চাইবার ধরণ সেরকমই হওয়া উচিত। স্বল্প আয়ের পরিচালক আর বৃহৎ আয়ের পরিচালক দিয়ে কী বুঝাতে চাইলেন? বসে বসে খেলে রাজার ভাঁড়ারও শূন্য হয় কিন্তু! যে নিজেকে সামর্থ্যবান মনে করছেন, তার সামর্থ্য ফুরোলে কী পরিচয়ে সরকারের কাছে ধন্যা দেবেন?’

টেলিভিশন নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ নির্মাতা বলেন, ‘আমি আপনাদের আন্তরিক উদ্যোগকে সাধুবাদ জানাই। কিন্তু ব্যাপারটা আরো সেনসিটিভ ভাবে ডিল করা যেত! সরকার এমনিতেই এই পেশাটাকে কোনো সিরিয়াস পেশা হিসেবে পাত্তা দেয় না! এমনই এক পেশা যার পরিচয়ে ব্যাংকে একটা পার্সোনাল লোন বা কার লোন চাইলে পাবেন না! সেই পেশাটাকে আর ছোট করার সুযোগ দিয়েন না! ছোট পেশা ছোট পেশা করে করে এই পেশাতেও কিন্তু চার-পাঁচ হাজার কোটি টাকা ঘুরাঘুরি করে আপনার আমার মেধা আর শ্রমে, যতটা ছোট ভাবছেন অতটা ছোটও কিন্তু নই আমরা!’

‘আপনাদের যেহেতু মন্ত্রীর সঙ্গে বসবার ব্যবস্থা আছে, তাকে বোঝান সম্ভাব্য আর্থিক ক্ষতি কত টাকার, সেই অনুযায়ী কত টাকা প্রণোদনা আমরা প্রত্যাশা করতে পারি সেটা বোঝান। এই টাকা আদায় করার ব্যবস্থা করুন এবং তার সুষম বন্টন নিশ্চিত করুন। নিজেদের প্রয়োজন এবং সম্মানের একটা চমৎকার সমন্বয় আপনাদের কাছে তো প্রত্যাশা করতেই পারি নাকি!’ বলেন মাসুদ হাসান উজ্জ্বল।

 

ঢাকা/শান্ত