বিনোদন

অসচ্ছল শিল্পী ও কুশলীদের পাশে চার সংগঠন

মহামারি করোনার দুর্যোগকালে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে টেলিভিশন কেন্দ্রিক চার সংগঠন। এক প্ল্যাটফর্মে এসে ৪৯২ জন অসচ্ছল শিল্পী ও কুশলীদের আর্থিকভাবে সহযোগিতা করেছে তারা।

এই চার সংগঠন হলো—ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ, নাট্যকার সংঘ ও প্রডিউসার অ্যাসোসিয়েশন। গত ৮ মার্চ নাট্যজন মামুনুর রশিদসহ প্রতিটি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে এ অর্থ সহায়তা প্রদান করেন।

জানা যায়, ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ, নাট্যকার সংঘ ও প্রডিউসার অ্যাসোসিয়েশন যৌথভাবে ৫ লাখ টাকার ফান্ড তৈরি করে। এছাড়াও আরো ১২টি সংগঠনের উদ্যোগে অসচ্ছল সদস্যদের টাকা দেওয়া হয়েছে। বিশেষ করে প্রোডাকশন বয়, লাইট অ্যাসিস্ট্যান্ট, মেকআপ আর্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের এ অর্থ দেওয়া হয়।

করোনা সংক্রমণ রোধে টিভি নাটকের সব ধরনের শুটিং বন্ধ রাখা হয়েছে। এজন্য এই চার সংগঠন সম্মিলিতভাবে কাজ করার পরিকল্পনা করে। তারই ধারাবাহিকতায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

ঢাকা/শান্ত