বিনোদন

পুলিশদের জন্য রোহিত শেঠির উদ্যোগ

বলিউড নির্মাতা রোহিত শেঠি। সিংহাম, সিম্বা ও সর্বশেষ মুক্তির অপেক্ষায় থাকা তার সূর্যবংশী সিনেমায় পুলিশের বীরত্ব ফুটিয়ে তুলেছেন তিনি। এবার করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে মুম্বাই পুলিশের পাশে দাঁড়ালেন এই নির্মাতা।

করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্য দেশগুলোর মতো ভারতেও লকডাউন চলছে। এই সময় নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশের বিশ্রাম ও খাবারের জন্য আটটি হোটেলের ব্যবস্থা করেছেন রোহিত শেঠি।

তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ‍মুম্বাই পুলিশের পক্ষ থেকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে লেখা হয়েছে, ‘আমাদের কর্তব্যরত পুলিশদের বিশ্রাম, গোসল, পোশাক পরিবর্তন, সকাল ও রাতের খাবারের জন্য রোহিত শেঠি শহরের আটটি হোটেলের ব্যবস্থা করেছেন। আমরা তার এই উদ্যোগকে স্বাগত এবং মুম্বাই সুরক্ষিত রাখতে আমাদের সহযোগিতার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’

এছাড়া করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া সিনেমাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন রোহিত। এর আগে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে ইমপ্লোয়িসের দৈনিক আয়ের ভিত্তিতে কাজ করা কর্মীদের জন্য ৫১ লাখ রুপি অনুদান দেন এই নির্মাতা।

 

ঢাকা/মারুফ