বিনোদন

ইরফানকে নিয়ে সৃজিতের আক্ষেপ

টলিউড নির্মাতা সৃজিত মুখার্জির আলোচিত সিনেমা ‘হেমলক সোসাইটি’ ও ‘রাজকাহিনী’। এ দুটি সিনেমা হিন্দি ভাষায় নির্মাণের পরিকল্পনা করেছেন তিনি।

‘হেমলক সোসাইটি’ সিনেমায় পরমব্রত চ্যাটার্জি ‘আনন্দ কর’ চরিত্রে অভিনয় করেন। সৃজিতের ইচ্ছে ছিল—হিন্দি ভার্সনে এই চরিত্রটি রূপায়ন করুক ইরফান খান। এজন্য ইরফানের সঙ্গে বহুবার ব্যক্তিগতভাবে কথা বলেছিলেন সৃজিত। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হলো না। গতকাল বুধবার ইরফান খানের প্রয়াণে সৃজিতের স্বপ্ন পূরণ না হওয়ার আক্ষেপ বেড়েই চলেছে।

সৃজিত মুখার্জি বলেন, ‘‘জীবদ্দশায় নাসিরুদ্দিন শাহ, অমিতাভ বচ্চন আর আশা ভোঁসলের সঙ্গে কাজের ইচ্ছা পূরণ হয়েছে। ঠিক তেমনই ঋতুদার (ঋতুপর্ণ ঘোষ) সহকারী হিসেবেও কাজ করার বাসনা অপূর্ণ থাকার পাশাপাশি ইরফান খানের সঙ্গেও কাজ করা হল না। বহুবার মিটিং হয়েছিল ‘হেমলক সোসাইটি’-এর হিন্দি ভার্সন নিয়ে। কিন্তু ‘আনন্দ কর’-এর সঙ্গে ‘আনন্দ করা’ হলো না। ‘আংরেজি মিডিয়াম’ মুক্তির আগে জীবন যোদ্ধা হিসেবে যে বার্তা দিয়েছিলেন ইরফান, তা মনে রাখব।’’

 

ঢাকা/শান্ত