বিনোদন

ঈদের দ্বিতীয় দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। কিন্তু করোনা সংকটের কারণে এই আয়োজন সীমিত করা হয়েছে। নতুন নাটকের পাশাপাশি অনেক পুরোনো নাটক প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

এনটিভি

সকাল ৯টায় প্রচার হবে নির্বাচিত নাট্য সপ্তক: বিয়ে বিড়ম্বনা। রচনা: জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা: এল আর সোহেল। অভিনয়ে: জাহদি হাসান, ঊর্মিলা, মনিরা মিঠু, আনন্দ খালিদ প্রমুখ।দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম: ভালোবাসার পঙক্তিমালা। রচনা ও পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: তাহসান খান, মিথিলা, অপূর্ব, মম, ইরেশ যাকের, মুমতাহিনা টয়া প্রমুখ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: অ্যাব-নরমাল। রচনা ও পরিচালনা: মাসুদ সেজান। অভিনয়ে: মাহফুজ আহমেদ, মেহজাবিন, মিশু সাব্বির, ডা: এজাজ, শামীমা নাজনীন, সিফাত শাহ্রিন, আল আমিন সবুজ, শহীদ উন নবী, মুনিয়া ইসলাম, তন্দ্রা, রিমি করিম প্রমুখ।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: গল্প নাই। রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান। অভিনয়ে: জাহিদ হাসান, সানজিদা প্রীতি, সাজু খাদেম, আরফান আহমেদ, জামিল হোসেন, তানহা লিয়ানা, আইরিন তানি, জ্যোতি কারকি প্রমুখ। রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বউ এত সুইট ক্যান? রচনা ও পরিচালনা: মেহেদী হাসান জনি। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, মিলি বাশার, আব্দুল্লাহ রানা প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: বিএফ পাশ। রচনা ও পরিচালনা: আলম আশরাফ। অভিনয়: আফরান নিশো, শায়লা সাবি প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: মধ্যবিত্ত। রচনা ও পরিচালনা: আওরঙ্গজেব। অভিনয়ে: আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। রাত ১২টা ৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: দুষ্টু ছেলের দল। রচনা ও পরিচালনা: রেদওয়ান রনি। অভিনয়ে: মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।

এটিএন বাংলা

সকাল ৯টায় প্রচার হবে বিশেষ নাটক: তরুপের তাস। রচনা ও পরিচালনা: হুমায়ূন আহমেদ। অভিনয়ে: আব্দুল্লাহ রানা, কুইন রহমান, প্রাণ রায়, ফারুক আহমেদ, শবনম প্রমুখ। রাত ৭টা ৪০মিনিটে প্রচার হবে একক নাটক: অবশেষে ফিরে এলে। রচনা: অনিক রেজা। পরিচালনা: বি ইউ শুভ। অভিনয়ে: অপূর্ব, পপি, নাজিরা মৌ, জনি প্রমুখ। রাত ৮টা ২০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক: বলো তারে। রচনা: ইমদাদুল হক মিলন। পরিচালনা: চয়নিকা চৌধুরী। অভিনয়ে: জোভান, সাফা কবির প্রমুখ। রাত ৯টা ২০মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: আনন্দ ভ্রমণ। রচনা: ফজলুল সেলিম। পরিচালনা: সৈয়দ শাকিল। অভিনয়ে: আখম হাসান, শবনম ফারিয়া, সাজু খাদেম, ঊর্মিলা, ডা. এজাজ, নাবিলা ইসলাম, সাবেরী আলম, ফারুক আহমেদ প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম: জুয়াড়ী। রচনা: গিয়াসউদ্দিন সেলিম। পরিচালননা: চয়নিকা চৌধুরী। অভিনয়ে: মাহফুজ আহমেদ, তারিন, অপূর্ব, হাসান ইমাম প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন

রাত ৯টায় প্রচার হবে একক নাটক: ডিস্ট্রিক্ট লিডার: রচনা: মমর রুবেল। পরিচালনা: বর্ণ নাথ। অভিনয়ে: মীর সাব্বির, শশী প্রমুখ। রাত সাড়ে ১০টা প্রচার হবে ধারাবাহিক নাটক: গোয়েন্দা নুরু। রচনা ও পরিচালনা: হানিফ পালোয়ান। অভিনয়ে: জাহিদ হাসান, মম, তারিক স্বপন, মনিরা মিঠু, নূরে আলম নয়ন প্রমুখ।

দীপ্ত টিভি

বিকাল ৪টায় প্রচার হবে টেলিফিল্ম: বিবাহ বিভ্রাট। অভিনয়ে: জোভান আহমেদ, নাদিয়া মিম, অন্তু করিম প্রমুখ। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: সুন্দর আলীর অপেরা। রচনা ও পরিচালনা: গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, কচি খন্দকার, কেয়া আক্তার পায়েল, নিকুল মন্ডল প্রমুখ। রাত সাড়ে ৮টায় প্রচার হবে একক নাটক: লেবুর মালয়েশিয়া সফর। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: আনিসুর রহমান মিলিন, অপূর্ণা ঘোষ। রাত ৯টায় প্রচার হবে একক নাটক: ইন-এ রিলেসনশীপ। পরিচালনা: মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে: তৌসিফ, সাবিলা নূর প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে একক নাটক: এক গ্লাস অন্ধকার।  অভিনয়ে: জোভান আহমেদ, জাকিয়া বারী মম, ফেরদৌস আহমেদ লিনা, আনন্দ খালেদ প্রমুখ।

আরটিভি

রাত ৮টায় হবে একক নাটক: বিষফুল। রচনা ও পরিচালনা: অনিমেষ আইচ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, ভাবনা প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে একক নাটক: আমি পাগল বলছি। রচনা: মেহরাব জাহিদ। পরিচালনা: আনিসুর রহমান রাজিব। অভিনয়ে: মোশাররফ করিম, তাসনিয়া ফারিন, নিপুন আহমেদ, রাহুল রাজু, সঞ্জয় রাজবংশি প্রমুখ। রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বড় মিয়া ছোট মিয়া। পরিচালনা: শামীম জামান। অভিনয়ে: আখম হাসান, শামীম জামান, সারিকা, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, রাশেদ মামুন অপু প্রমুখ।

বৈশাখী টেলিভিশন

রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: দ্য জেন্টলম্যান। অভিনয়ে: জাহিদ হাসান, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আইরিন, আরফান আহমেদ প্রমুখ। রচনা ও পরিচালনা: হানিফ খান ও আহমেদ রোহান রুবেল। রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: আমি রেকর্ড করতে চাই। অভিনয়ে: রাশেদ সীমান্ত, তানিয়া বৃষ্টি, ওলিউল হক রুমি, শফিক খান দিলু, হায়দার আলী, নীলা প্রমুখ। গল্প: টিপু আলম মিলন। রচনা: সুবাতা রাহিক জারিফা। পরিচালনা: জিয়াউর রহমান জিয়া।

রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: লাকী ভাই লিমিটেড। অভিনয়ে: তারিক আনাম খান, প্রভা, নাঈম, নাবিলা, আশিষ খন্দকার, মাজনুন মিজান, তারিক স্বপন প্রমুখ। রচনা ও পরিচালনা: অঞ্জন আইচ। রাত সাড়ে ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: সৌদি জামাই। অভিনয়ে: রাইসুল ইসলাম আসাদ, মীর সাব্বির, আলভী, নাদিয়া আহমেদ, শফিক খান দিলু, হান্নান শেলী, তারিক স্বপন প্রমুখ। রচনা ও পরিচালনা: মো. ফজলুল হক।

রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: জামাই বাজার। অভিনয়ে: রাশেদ সীমান্ত, অহনা, ওয়ালিউল হক রুমি, তানিয়া বৃষ্টি, শফিক খান দিলু, শেলী হাসান, হায়দার আলী, বিনয় ভদ্র, সাজ্জাদ প্রমুখ। রচনা: আহসান আলমগীর। পরিচালনা: আল হাজেন। রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার মেগা ড্রামা: কিপ্টা দুলাভাই। অভিনয়ে: জাহিদ হাসান, সাজু খাদেম, আরফান আহমেদ, নাদিয়া, মিম প্রমুখ। রচনা: আসাদুজ্জামান সোহাগ। পরিচালনা: রুমান রুমি।

চ্যানেল আই

দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: রূপালী যাত্রী। রচনা ও পরিচালনা: হুমায়ূন আহমেদ। অভিনয়ে: মেহের আফরোজ শাওন, তানিয়া আহমেদ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: কাপল থেরাপি। রচনা ও পরিচালনা: মহিদুল মুহিম। অভিনয়ে: আফরান নিশো, তানজিন তিশা। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক: আবার যদি দেখা হয়। রচনা: কাজী শহিদুল ইসলাম। পরিচালনা: সালাউদ্দিন লাভলু। অভিনয়ে: নিলয়, সারওয়াত আজাদ বৃষ্টি। রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ভালোবাসা। রচনা: হুমায়ূন আহমেদ। পরিচালনা: মাজহারুল ইসলাম। অভিনয়ে: মাহফুজ আহমেদ, মেহের আফরোজ শাওন।

 

ঢাকা/শান্ত