বিনোদন

ভয়াবহ ঈদ পালন কর‌তে হ‌চ্ছে: আসিফ

করোনা মাহারিতে থেমে গেছে বিশ্ব। এর সংক্রমণ থেকে বাঁচতে সবাই এখন ঘরবন্দি। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরেও নেই কোনো আনন্দের ছোঁয়া। এদিকে কিছুদিন আগে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে ঘূর্ণিঝড় আম্ফানের হানায় বিধ্বস্ত দেশের একাংশ। এমন পরিস্থিতিতে মন ভালো নেই জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের।

রঙহীন ঈদ উদযাপনের অভিজ্ঞতা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আসিফ। তিনি লিখেন, ‘একটা ভয়াবহ ঈদ পার করতে হচ্ছে সবার। আমাদের চিরায়ত ঐতিহ্য সংস্কৃতির ঈদের আনন্দ আজ মলিন। আব্বা-আম্মা ছাড়া প্রথম ঈদের অনুভূতি। কারো মনে কোনো আনন্দ নেই। সবাই মনে চাপ নিয়ে মুখে আনন্দ ধরে রাখার একটা মহা প্রতিযোগিতায় ব্যস্ত। মুরুব্বীদের সালাম করার পারিবারিক ঐতিহ্য বাদ দিতে হয়েছে। ভাইবোনদে সঙ্গেও কথা বলিনি। এক রঙা পাঞ্জাবি পরার গড়ে ওঠা অভ্যাসও পরিহার করা হয়েছে।’

ঘূর্ণিঝড় মানুষের ঈদকে আরো মলিন করে দিয়েছে। এ বিষয়ে এই সংগীতশিল্পী লিখেন, ‘ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দক্ষিণের মানুষের ঈদের আনন্দ নেই। করোনায় স্থবির জীবনযাত্রা। নানা টানাপোড়েনে ফেসবুকই যেন বেঁচে থাকার একমাত্র সাক্ষী। আমাদের সংগীতের মানুষরাও ভালো নেই। আজ লিখতে ইচ্ছে-ই হচ্ছে না। তবুও আমার যারা ফলোয়ার আছেন তাদের জন্য একটা ঈদবার্তা দিতেই এই লেখা। সব অমানিশা কাটিয়ে আসুক নতুন ভোর। আবার ভালোবাসায় মেতে উঠুক ধরণী।’

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত