বিনোদন

ঝড়ে বিধ্বস্ত এফডিসি

গতকাল রাতে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় উপড়ে পড়েছে বেশ কিছু গাছ। কালবৈশাখী এ ঝড় আঘাত হেনেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনেও (বিএফডিসি)।

বিএফডিসির ভেতরে গাছের ডাল কিছু আধাপাকা বিল্ডিংয়ের টিনের চালে পড়ে টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনই বলতে পারছেন না বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন।

এ প্রসঙ্গে নুজহাত ইয়াসমিন বলেন, ‘যতদূর জানি, বেশকিছু বড় গাছ ঝড়ে পড়ে গেছে। তবে সংখ্যাটা এখন বলা মুশকিল। আরো কিছু গাছ হেলে পড়েছে। এই ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত সরানোর নির্দেশ দিয়েছি। লকডাউন শেষ হলে ক্ষয়ক্ষতির হিসাবটা বের করা হবে।’

এছাড়াও বিএফডিসির বেশকিছু অস্থায়ী বোর্ড ও সাজসজ্জা সামগ্রীর ক্ষতি হয়েছে। বিএফডিসির মূল ফটকের সামনে রাখা প্লাইউডের বোর্ডগুলো পড়ে গেছে।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত