বিনোদন

এই মুহূর্তে শুটিং নয়: সজল

সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে টিভি নাটকের শুটিংয়ের অনুমতি দিয়েছে টেলিভিশন সংশ্লিষ্ট আন্তঃসংগঠন। গত পয়লা জুন থেকে শুটিংয়ে ফিরেছেন অনেক নির্মাতা, কলাকুশলী।

আবার শিল্পী-নির্মাতাদের মধ্যে অনেকে এখনি শুটিংয়ে ফিরতে নারাজ। এ তালিকায় রয়েছেন আব্দুন নূর সজলও। কারণ দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই এই মুহূর্তে কোনো শুটিং নয়।

রাইজিংবিডির সঙ্গে আলাপকালে সজল বলেন, ‘এখনো বাসায় পরিবারের সঙ্গে সময় কাটছে। একদমই বাসার বাইরে বের হচ্ছি না। সহসাই শুটিংয়েও ফিরছি না। আরো কিছুটা সময় নিয়ে শুটিংয়ে ফেরার বিষয়ে চিন্তা করব।’

এই দুর্যোগ সময়ের কথা উল্লেখ করে সজল বলেন, ‘জীবন বরাবরই যুদ্ধ। ঘরের জীবনও যুদ্ধের, বাইরের জীবন যুদ্ধের। এই পরিস্থিতিতে যার যার জায়গা থেকে সুস্থভাবে বেঁচে আছি এজন্য সবারই আলহামদুলিল্লাহ বলা উচিত। এই মুহূর্তে মাথার উপরে ছাদ, খাবারদাবারের ব্যবস্থা আছে—এটাই বড় পাওয়া। এটা যদি ঠিকঠাকমতো থাকে তবে স্রষ্টার কাছে সবারই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।’

গত ১৬ মার্চ থেকে ঘরবন্দি সময় কাটাচ্ছেন সজল। এই সময়টা কীভাবে কাটানো যায় তার একটি শিডিউল তৈরি করে নিয়েছেন তিনি।

 

ঢাকা/শান্ত