বিনোদন

‘খুব শিগগির কাজে ফিরতে চাই’

প্রায় দুই মাসের বেশি সময় ধরে বন্ধ বলিউড সিনেমার শুটিং। করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় অন্য অভিনয়শিল্পীদের মতো অভিনেত্রী বাণী কাপুরও ঘরেই ছিলেন। কিন্তু করোনা মহামারির এই সংকটেও নিজেকে মানসিকভাবে স্থির রেখেছেন তিনি।

সম্প্রতি বলিউড সিনেমা ও হিন্দি ধারাবাহিকের শুটিং শুরুর অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। বাণী কাপুরও কাজে ফিরতে আগ্রহী।

এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, সবাই চাইছে পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হোক। পেশাগত দিক থেকে বিবেচনা করলে, খুব শিগগির কাজে ফিরতে চাই। এমন একটি সিনেমায় অভিনয় করতে চাই যেটি প্রেক্ষাগৃহে দর্শকদের আনন্দ দেবে। দক্ষ ব্যক্তিদের সঙ্গে ভালো সিনেমায় অভিনয় করব। বর্তমানে যে অবস্থানে রয়েছি তা থেকে শিখতে চাই।’

করোনা মহামারির এই সময়ে শুটিং শুরুর অনুমতি দেওয়া হলেও অন্তরঙ্গ  দৃশ্যের ব্যাপারে অনেক বিধি নিষেধ জুড়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমা কীভাবে শুটিং হবে তা ভাবার আগে আমাদের যথাযথ নীতিমালার জন্য অপেক্ষা করতে হবে। আমাদের ইন্ডাস্ট্রির সবাই অনেক ঘনিষ্ঠ তাই শুধু অভিনয়শিল্পী নয়, সবার সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

লকডাউনের সময়ে দুস্থদের সাহায্য করেছেন বাণী। তিনি বলেন, ‘আমি একটি ক্যাম্পেইনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, যার মাধ্যমে দিন মজুর শ্রমিকদের খাবার বিতরণ করা হয়েছে। মহামারির এই সময়ে আমাদের পক্ষ থেকে যতটুকু ও যত জনকে সম্ভব সাহায্য করেছি।’

বাণী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ার’। এতে আরো অভিনয় করেন হৃতিক রোশান ও টাইগার শ্রফ। রণবীর কাপুর ও সঞ্জয় দত্তের সঙ্গে ‘শমশেরা’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। এছাড়া অক্ষয় কুমারের বিপরীতে ‘বেল বটম’ সিনেমায় তার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

 

ঢাকা/মারুফ