বিনোদন

‘মন বেশ অস্থির, খুব অসহায় লাগছে’

অনুমতি পেলেও এখনো টলিউড সিনেমার শুটিং শুরু হয়নি। করোনার কারণে দীর্ঘ তিন মাস ধরে ঘরবন্দি রয়েছেন টলিউড তারকারা। এ তালিকায় রয়েছেন গুণী অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি।

কয়েক দশক ধরে অভিনয় তার জীবন। অভিনয় ছাড়া অন্য কিছু ভাবতেও পারেন না—এ কথা অনেকবারই বলেছেন এই নায়ক। কিন্তু সেই লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দীর্ঘ সময় ধরে দূরে রয়েছেন তিনি।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রসেনজিৎ বলেন—বিনোদন শিল্প সবচেয়ে অনিশ্চিত জায়গায় রয়েছে। ধারাবাহিক নাটক ছোট টিম নিয়ে শুট করা যায়। বাড়িতে কয়েকজন মিলে সেটা দেখেন। ওয়েব সিরিজ সবাই একা একাই দেখেন। সিনেমা এমন একটা মাধ্যম, যেটা তৈরি করতেও অনেকজন লাগে। সেটে শুট করা সম্ভব না। অনেক লোকেশন বদল করতে হয়। অনেকে মিলে হলে গিয়ে সিনেমা দেখতে হয়। সবচেয়ে খারাপ অবস্থা আমাদের।

প্রসেনজিৎ তার মানসিক পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন—বিপর্যয়ের মধ্যে রয়েছি। মন বেশ অস্থির, খুব অসহায় লাগছে। ধৈর্য ধরতে হবে। আর তো কোনো উপায় নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, সব যাতে ঠিক হয়ে যায়।

 

ঢাকা/শান্ত