বিনোদন

হুমায়ূন কবীর ঢালীর গল্প নিয়ে পশ্চিমবঙ্গে হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র

শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর ‘হাঁটাবুড়ো’ গল্প অবলম্বনে কলকাতায় নির্মিত হচ্ছে শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি নির্মাণ করবেন রোপ আকতার আহমেদ।

হুমায়ূন কবীর ঢালী বলেন—আমার লেখা ‘হাঁটাবুড়ো’ গল্প নিয়ে পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক রোপ আকতার আহমেদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করছেন। আরএমটি ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। সেখান থেকে আমাকে একটি চিঠিও পাঠিয়েছেন।

চলচ্চিত্রটির টাইটেল সং রচনা করেছেন হুমায়ূন কবীর ঢালী। কলাকুশলী নির্বাচনও শেষ হয়েছে। খুব শিগগির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

হুমায়ূন কবীর ঢালীর শিশুকিশোর গল্পগ্রন্থ ‘ডিয়াওয়ালা’-তে ‘হাঁটাবুড়ো’ গল্পটি সন্নিবেশিত রয়েছে। ঢাকা/শান্ত