বিনোদন

ডিপজলের সিনেমায় অশ্লীল গান নিয়ে মুখ খুললেন আগুন

‘সাবান দিমু ডইল্লা’, ‘ও ছেড়ি তোর কপাল ভালো’, ‘কি বাত্তি জ্বালাইলি’সহ বেশকিছু গানে চলচ্চিত্রের পর্দায় ঠোঁট মিলিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। এসব গানে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে। চলচ্চিত্রে ব্যবহারের জন্য এসব গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক আগুন।

অশ্লীল গান নিয়ে একটি অনুষ্ঠানে কথা বলেছেন এই কণ্ঠশিল্পী। আগুন বলেন, ‘গানগুলো মানুষের কাছে অশ্লীল মনে হয়েছে- এখানেই আমার গর্ব! ডিপজল যখন ডিপজলের মতো সেজেছে, আমি তাকে তার মতো করে সাজতে সাহায্য করেছি। আমি চরিত্রে ঢুকতে পেরেছি- এটাই আমার কৃতিত্ব।’

সালমান শাহর লিপে গান গেয়ে শ্রোতাপ্রিয় হয়েছেন আগুন। হঠাৎ ডিপজলের লিপে অন্য ধরনের গান গেয়ে তিনি সমালোচিত হন। এ প্রসঙ্গে আগুন বলেন, ‘সালমান শাহ চলে যাওয়ার পর ডিপজল ভাইয়ের গানের প্রস্তাব পাই। বলা হলো- গানের ভয়েস, লিরিক চেঞ্জ হয়ে যাবে। সেসময় আমি সংকটে ছিলাম। কারণ সালমানের চলে যাওয়া। ফলে বাধ্য হয়ে ডিপজল ভাইয়ের মতো করে গেয়েছি। আবার দিলদারের সিনেমায় দিলদার ভাইয়ের মতো গেয়েছি। প্লেব্যাকে নিজেকে ভাঙতে হয়।’

অশ্লীলতা প্রসঙ্গে এই কণ্ঠশিল্পী বলেন, ‘অশ্লীল মানুষ যদি গান গায় সেই গান অশ্লীল হবেই। ডিপজল ভাইয়ের স্ক্রিনকে অবশ্যই আমি অশ্লীল বলি। তিনি বাংলাদেশে প্রথম অশ্লীলতা এতো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। পুরো বাংলাদেশ তার ভক্ত হয়ে গেলো। শেষ দিকে এসে তিনি ক্যারেক্টার পরিবর্তন করেছেন। তখনও আমি তার গান গেয়েছি- ‘আমার ইচ্ছে করে উড়াল দিয়া মায়ের কাছে চইলা যাই।’

মনোয়ার হোসেন ডিপজল অসংখ্য জনপ্রিয় ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। শুরুর দিকে তার সিনেমায় ‘গালিগালাজ বেশি’ এবং অশ্লীলতার অভিযোগ ওঠে। পরে চলচ্চিত্র থেকে অশ্লীলতা দূর করতে তিনি  ‘আম্মাজান’, ‘কোটি টাকার কাবিন’, ‘পিতার আসন’, ‘দাদীমা’, ‘চাচ্চু’সহ বেশ কিছু সিনেমা নির্মাণ করে চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেন। সিনেমাগুলো দর্শকপ্রিয় হয়।

 

ঢাকা/রাহাত সাইফুল