বিনোদন

আসিফের গাওয়া সেই গান প্রকাশ্যে (ভিডিও)

‘কে তোমার আম্মা কে তোমার বাবা/ কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা/ কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে/ তিন বছরের সেই সিরিয়ার ছেলে’—এমন কথার গানটি লিখেছেন পশ্চিমবঙ্গের গুণী সংগীতশিল্পী কবীর সুমন।

আনন্দের বিষয় হলো, গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। কলকাতা থেকে গানটির সুর করেও পাঠান কবীর সুমন। এসবই পুরোনো খবর। নতুন খবর হলো, আলোচিত গানটি গতকাল (২১ জুলাই) আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে আসিফের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

আসিফ আকবর বলেন—আমার কাছে অনুভূতির সর্বোচ্চ জায়গা মানবপ্রেম। শ্রদ্ধেয় কবীর সুমন সেরকম একটি অনুভূতির গান লিখেছেন। সিরিয়ার সেই শিশুটি বলেছিল—আল্লাহর কাছে বিচার দেব। আর তাকে নিয়েই লেখা হয়েছে গানটি।

গানটি নিয়ে উচ্ছ্বসিত আসিফ বলেন—আবেগপূর্ণ গানটি সুর করে পাঠান গানওয়ালা। আরো আনন্দের ব্যাপার আমার ওস্তাদ সংগীত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় শওকত আলী ইমন ভাই গানটির সংগীত করেছেন। একটি ভালো গানের অংশীদার হতে পেরে ভালো লাগছে।

দেখুন:

ঢাকা/শান্ত