বিনোদন

বিষয়টি নিয়ে মানুষ হাসাহাসি করছে: মিলন

চলচ্চিত্রের ‘স্বার্থ বিরোধী’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান ও মিশা সওদাগরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠন।

গত ১৫ জুলাই বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিয়ে কথা বলেছেন দর্শকপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।

বয়কটের দাবিতে যে দলাদলি হচ্ছে, তা নিয়ে মানুষ হাসাহাসি করছে। বিষয়টি উল্লেখ করে মিলন রাইজিংবিডিকে বলেন, ‘এমনিতেই দীর্ঘদিন ধরে সিনেমার বেহাল দশা। বর্তমানে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে তার কারণে মানুষ আরো হাসাহাসি করছে। আমরা তো কেউ-ই হাসির পাত্র হতে চাই না। কাকে বয়কট করবো, কাকে নামাবো, কী করবো সেটা নিয়ে এখন ভাবার সময় না। চলচ্চিত্রের একজন নায়ক হিসেবে বলতে চাই, আপনারা দলাদলি বন্ধ করুন। দয়া করে আপনারা মানুষের কাছে আর হাসির পাত্র হবেন না।’

বয়কট বিষয়টি যেকোনো শিল্পীর আত্ম সম্মানে লাগে। তা স্মরণ করে এ অভিনেতা বলেন—‘বয়কট, একজন শিল্পী হিসেবে আমার গায়ে লাগে। প্রযোজক-পরিচালক হিসেবে যেমন আপনার গায়ে লাগে, তেমনি একজন শিল্পী হিসেবে আমারও গায়ে লাগে। শিল্পী সমিতি যে কাজ করছে তা করতে দিন। আপনারা আপনাদের কাজ করুন। সবাই সম্মিলিতভাবে বিষয়টি সমঝোতা করার চেষ্টা করুন।’

এফডিসির ভেতরের বিষয়গুলো বাইরে না এনে ভেতরে বসে সমাধান করার কথা বলেছেন মিলন। কারণ মতের বিরোধ থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধানের সুযোগ রয়েছে বলে জানান এই অভিনেতা।

সকলের প্রতি অনুরোধ জানিয়ে মিলন বলেন—‘চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই একটি পরিবার। পরিবারের দ্বন্দ্ব যদি নিজেরাই বাইরে নিয়ে যাই, তাহলে তা আমাদেরই লজ্জা। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের কাছে আমার বিনীত অনুরোধ, সিনিয়রদের নিয়ে বসে দয়া করে বিষয়টি সমাধান করুন। এই কাদা ছোড়াছুড়ি করায় ব্যক্তিগতভাবে আমারও সম্মানহানী ঘটছে।’

এদিকে গত রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় মিশা সওদাগর-জায়েদ খানকে বয়কটের প্রতিবাদে বিএফডিসিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এ সময় বিষয়টি মীমাংসা করার আহ্বান জানান কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত