বিনোদন

‘শিল্পীদের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ থাকবেই’

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের পরিচিত মুখ চিত্রনায়ক মেহেদী। নব্বই দশকের শেষের দিকে চলচ্চিত্রে নিয়মিত ছিলেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ- তিনি অশ্লীল দৃশ্যে অভিনয় করেছেন। এজন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল এ অভিনেতাকে।

অশ্লীলতাবিরোধী অভিযান শুরু হলে মেহেদী হঠাৎ করেই লোকচক্ষুর অন্তরালে চলে যান। দীর্ঘদিন তাকে রুপালি পর্দায় দেখা যায়নি। সম্প্রতি তিনি চলচ্চিত্রে নিয়মিত হবেন বলে ঘোষণা দিয়েছেন।  

গত ১০ আগস্ট এফডিসিতে ‘প্রেমের অনেক জ্বালা’ সিনেমার শুটিং করেছেন মেহেদী। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ইমু সিকদার। দীর্ঘদিন পর চলচ্চিত্রে আপনাকে দর্শক দেখতে পাবেন। চলচ্চিত্রে নিয়মিত হতে চাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে মেহেদী বলেন, ‘ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কারণে চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। এখন চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চাচ্ছি। ভালো গল্প ও বাজেট পেলে কাজ করবো।’

অশ্লীলতার অভিযোগ ছিল আপনার বিরুদ্ধে। এ প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। প্রশ্ন শুনে মেহেদী মুচকি হাসেন। বলেন, ‘একজন শিল্পীর ভালো-মন্দ দু’দিকই থাকবে। আপনারা এগুলো জানেন। কাজ করতে গেলে আলোচনা-সমালোচনা থাকবেই। শিল্পীদের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগও থাকবে। আমার অনেক সিনেমায় ডামি ব্যবহার করা হয়েছে। কাটপিস ব্যবহার করা হয়েছে। এজন্য তো আমি দায়ী নই।’

২০১২ সালে শাকিব খানের সঙ্গে ‘ডন নাম্বার ওয়ান’ সিনেমায় অভিনয়ের পর থেকেই মেহেদীকে রুপালি পর্দায় দেখা যায়নি। অথচ শাকিব খান এখনও সুনামের সঙ্গে নিয়মিত অভিনয় করছেন। বিষয়টি স্মরণ করিয়ে দিলে এই অভিনেতা বলেন, ‘অশ্লীলতার দায়ভার আমার ঘাড়ে চাপানো হচ্ছে কেন? এক সময় কাটপিসনির্ভর কিছু সিনেমা হয়েছে। শাকিব খানসহ অনেকেই আমরা একসঙ্গে কাজ করেছি। আমি সরাসরি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি। দেখা গেছে আমার দৃশ্যের পরে কাটপিস জোড়া লাগিয়ে দিয়েছে। আমি যেসব দৃশ্যে অভিনয় করেছি, সে রকম দৃশ্যে অনেক নায়ক অভিনয় করেছেন, এখনও করছেন- অথচ তাদের বদনাম হচ্ছে না!’

চলচ্চিত্রে বর্তমান পরিস্থিতি নিয়ে মেহেদী বলেন, ‘বর্তমানের যে দলাদলি হচ্ছে এগুলো সারা পৃথিবী দেখছে। আমি চাইবো এগুলো দূর করে সবাই ঐক্যবদ্ধ হয়ে সিনেমার কাজে মনোযোগী হতে। আর শিল্পী সমিতি আগের তুলনায় অনেক বেশি ভালো কাজ করছে।’ 

চলচ্চিত্রে মেহেদীর আত্মপ্রকাশ শৈশবে। শিশুশিল্পী হিসেবে তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘পাগল মন’  সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার।