বিনোদন

হাসপাতালে গায়ক আকবর

কণ্ঠশিল্পী আকবরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছেন আকবর। ঈদুল আজহার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। কোমর থেকে শরীরের নিচ পর্যন্ত অবশ হয়ে আছে।

কানিজ ফাতেমা বলেন—গতকাল পিজি হাসপাতালে এসেছিলাম। কিন্তু করোনা পরীক্ষার রিপোর্ট না থাকার কারণে ভর্তি করাতে পারিনি। আজকে ভর্তি করিয়েছি। শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি।

‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে মাত করেছিলেন রিকশা চালক আকবর। ইত্যাদির মাধ্যমে উঠে আসা এই শিল্পী রাতারাতি পরিচিতি পেয়ে যান। সেই সময়টা বেশ ভালোই কাটছিল তার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অর্থনৈতিক সংকটে পড়েন তিনি।

গত বছর গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবরকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা (সঞ্চয়ী পত্র) অনুদান দেন। আপাতত সেই অনুদানের টাকায় স্বামীর চিকিৎসা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন কানিজ ফাতেমা।