বিনোদন

রাজ-শুভশ্রীর বাড়িতে স্বস্তির খবর

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। গতকাল (১৭ আগস্ট) এক টুইটে এ তথ‌্য জানান রাজ।

কিন্তু আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে গভীর চিন্তায় পড়েছিলেন এই নির্মাতা। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। কারণ আজ (১৮ আগস্ট) শুভশ্রীর কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে।

এক টুইটে রাজ চক্রবর্তী লিখেছেন—সুসংবাদ: শুভশ্রীসহ বাড়ির অন‌্য সবার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। এখন খুব স্বস্তি বোধ করছি। আমি পুরোপুরি ঠিক আছি এবং নিজের যত্ন নিচ্ছি। আমরা প্রত‌্যেকে আলাদা আলাদা ঘরে থাকছি। আমাদের পাশে থাকার জন‌্য সবাইকে ধন‌্যবাদ।

আগামী সেপ্টেম্বরে রাজ-শুভশ্রীর ঘর আলো করে আসছে নতুন অতিথি। আর এমন সময়ে এ দম্পতির বাড়িতে করোনার হানা।

রাজ-শুভশ্রী প্রেমের সম্পর্কে জড়ানোর পর জলঘোলা কম হয়নি। ২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটান এই জুটি। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এটি তাদের প্রথম সন্তান।