বিনোদন

সুশান্তের মাদক সেবন নিয়ে সাবেক দেহরক্ষীর বক্তব্য

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা তদন্ত করছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। এরই মধ্যে এই অভিনেতার মাদক সেবন নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে এসেছে। এরপর বিষয়টি খতিয়ে দেখছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এদিকে সুশান্তের সাবেক দেহরক্ষী মুস্তাক ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, ‘কাই পো চে’ সিনেমাখ্যাত এই অভিনেতা গাজা ও চরসে আসক্ত ছিলেন এবং ব্যক্তিগত পার্টিতে এবং গাড়িতে ভ্রমণের সময় তিনি এগুলো সেবন করতেন। নয় মাস সুশান্তের নিরাপত্তার দায়িত্ব পালন করেন মুস্তাক। গত বছর ফেব্রুয়ারিতে চাকরি ছেড়ে দেন।

মুস্তাক বলেন, ‘বাড়িতে পার্টি করার সময় সুশান্ত চরস সেবন করতেন। তার সঙ্গে পাঁচ থেকে ছয়জন থাকত। সেই সময় তিনি চরস ও গাজা সেবন করতেন। ঘরের সবাই তাই করত। আমি শুনেছি এগুলো অনেক দামি।’

তিনি আরো বলেন, ‘আমি তাকে বলেছিলাম, এই নেশা তাকে মানসিকভাবে সমস্যা করবে। কিন্তু তার ম্যানেজার আমাকে জানায়, এগুলো সাধারণ ভারতীয় জিনিস নয়। এটি অনেক মূল্যবান। আমাদের নির্দেশনা দেওয়া হতো গাড়ি থেকে সব প্রমাণ মিটিয়ে ফেলতে যেন, তল্লাসির সময় ধরা না পড়েন।’

মুস্তান জানান, সুশান্ত অল্পতেই রেগে জেতেন। তিনি বলেন, ‘তার মনোভাব বোঝা মুশকিল ছিল। শুটিংয়ের সময় কিছু চেয়ে না পেলে তিনি রেগে যেতেন। এজন্য শুটিংও বাতিল করতেন। অনেকবার এমন হয়েছে। সব ঠিকঠাক হওয়ার পর শুটিং বাতিল হয়েছে।’

‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাখ্যাত তারকার সাবেক এই দেহরক্ষী আরো বলেন, ‘আমার চাকরির নয় মাসে তিনি চার থেকে পাঁচজন স্টাফকে চাকরিচ্যুত করেছেন। কোনো দোষ ছাড়াই তিনি কর্মীদের চাকরিচ্যুত করতেন। সাক্ষাৎকারে সবকিছু বলতে পারব না। শুধু তার মিথ্যা প্রশংসা করতে পারব। তা না হলে সবাই আমার কুশপুতুল পোড়াবে। এখন শুধু সৃষ্টিকর্তার কাছে তার জন্য ক্ষমা চাইতে পারি।’