বিনোদন

করোনায় আক্রান্ত ‘ব্যাটম্যান’

‘টোয়াইলাইট’ সিনেমাখ্যাত অভিনেতা রবার্ট প্যাটিসন করোনায় আক্রান্ত হয়েছেন।

ভ্যানিটি ফেয়ার জানিয়েছে, ছয় মাস বন্ধ থাকার পর লন্ডনে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার শুটিং শুরু করেন প্যাটিনসন। কিন্তু শুটিং শুরুর একদিন পরেই তার কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ এসেছে। এই অভিনেতা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোসের পক্ষ থেকে একজন মূখপাত্র বলেন, ‘দ্য ব্যাটম্যান প্রোডাকশনের একজন সদস্য কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। নির্দিষ্ট নিয়ম মেনে তিনি আইসোলেশনে আছেন। শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।’

ক্রিশ্চিয়ান বেল, বেন অ্যাফ্লেক, মাইকেল কীটন, জর্জ ক্লুনির মতো তারকাদের পর এবার প্রথম ব্যাটম্যান হিসেবে পর্দায় হাজির হচ্ছেন রবার্ট প্যাটিনসন। ম্যাট রীভস পরিচালিত সিনেমাটি আগামী বছর জুনে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়ে অক্টোবরে মুক্তি পাবে।