বিনোদন

মা হারালেন অভিনেত্রী শ্রাবন্তী

মা হারালেন জনপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী।

শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা অনেকদিন ধরেই লিভার সিরোসিস ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। 

দুই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। মায়ের অসুস্থতার খবর পেয়ে গত ৯ অক্টোবর দেশে ফিরেন তিনি। তারপর থেকে বগুড়ায় মায়ের পাশেই ছিলেন এই অভিনেত্রী।

ইপশিতা শবনম শ্রাবন্তী মডেলিং, অভিনয় সবখানেই দ্যুতি ছড়িয়েছেন। শিমুলের সঙ্গে তার হেনোলাক্সের বিজ্ঞাপনের কথা আজও মানুষ ভুলেননি। ‘রং নাম্বার’ এবং ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমেও সাড়া ফেলেছিলেন এই অভিনেত্রী।