বিনোদন

গিনেস বুকে আলিফ-ফয়সাল দম্পতি

বিশ্বের সবচেয়ে বড় ব্যান্ড পারফরম্যান্স রকিং থাউজেন্ড। আড়াই হাজার সংগীতশিল্পীর অংশগ্রহণে চলতি বছরে দুবাইতে এটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দীন ও লিড গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ।

২০১৫ সালে ইতালিতে এই আসর হয়েছিল। ওই বছর ১০০০ শিল্পী অংশ নেন। কিন্তু ৩০ অক্টোবর অনুষ্ঠিত এবারের আসরে ৭৯টি দেশের আড়াই হাজার শিল্পী অংশ নেন। যার ফলে আয়োজনটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে।

এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আলিফ-ফয়সাল দম্পতি। আলিফ আলাউদ্দীন বলেন—সমবেত সংগীতের গুরুত্বপূর্ণ দিক হলো, সবার কণ্ঠ ও সংগীত একসঙ্গে মিলতে হবে। এর প্রতিটি নোট স্ক্যান করা হয়। দেড় মাস চারটি গান টানা অনুশীলন করেছি। তারপর অনলাইনে ভিডিওটি পাঠাই। পুরো আয়োজনটি হয়েছে অনলাইনে। এতগুলোর দেশের সঙ্গে বাংলাদেশের নাম দেখে খুবই ভালো লেগেছে।

আলিফ ও ফয়সাল ইতোমধ্যেই অনলাইনে তাদের সার্টিফিকেট পেয়েছেন। গ্লোবাল ভিলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।