বিনোদন

তারকাদের প্রার্থনায় আজিজুল হাকিম

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গুণী অভিনেতা আজিজুল হাকিম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় নগরীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাকে।

আজিজুল হাকিমের শারীরিক অবস্থা অনেকটা সংকটাপন্ন। এ খবর প্রকাশ্যে আসতেই তার সহকর্মীদের মাঝে দুশ্চিন্তার ছায়া পড়েছে। প্রবীণ থেকে নবীন শিল্পীরাও প্রিয় অভিনেতার জন্য দোয়া চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন।

শুক্রবার দুপুরে বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা আজিজুল হাকিমের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন—‘হাকিম, আপনি আমাদের চিন্তা ও প্রার্থনায় রয়েছেন। সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। আমরা আপনাকে ভালোবাসি।’

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা স্মৃতিচারণ করে লিখেছেন, ‘হাকিম ভাই, গতকাল বিকেলেও আপনার সঙ্গে কথা বলেছি। তখনো বরাবরের মতোই চির তরুণ হাকিম ভাইয়ের গলাটা শুনেছি। কিন্তু আজ কী শুনছি! এসব মানতে চাই না, আপনি সুস্থ হয়ে উঠবেন সেটাই চাই। অনেক অনেক প্রার্থনা ও শুভকামনা, ভাবী, হৃদ বাচ্চা তোমরাও মনে সাহস রাখো। নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে।’

দোয়া প্রার্থনা করে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর লিখেছেন—‘শ্রদ্ধেয় অভিনেতা আজিজুল হাকিম ভাই, লাইফ সাপোর্টে। সবাই প্রার্থনা করবেন প্লিজ।’ শবনম ফারিয়া লিখেছেন, ‘হাকিম ভাইয়ের জন্য দোয়া করবেন।’ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন, ‘সবাই আমাদের প্রিয় মানুষ ও অভিনেতা আজিজুল হাকিম ভাইয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ভাইয়াকে দ্রুত সুস্থ করে দেন।’

৬১ বছর বয়েসি এ অভিনেতা বর্তমানে ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজিজুল হাকিমের স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও তাদের পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিম বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। এর আগে বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা করান তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) তাদের রিপোর্ট পজিটিভ আসে।

ছাত্রজীবনে আরিয়ানাক থিয়েটারে যুক্ত হন আজিজুল হাকিম। ১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যোগ দেন। তারপর অনেক দর্শকপ্রিয় মঞ্চ-টিভি নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের সংসার আলো করে আসে কন্যা নাযাহ হাকিম ও পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিম।