বিনোদন

মমতাজ গাইলেন মীর সাব্বিরের চলচ্চিত্রে

লোকসংগীতের সম্রাজ্ঞী মমতাজ। বেছে বেছে গানে কণ্ঠ দিলেও চলচ্চিত্রে নিয়মিত প্লেব্যাক করছেন তিনি। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আবারো চলচ্চিত্রের গানে প্লেব্যাক করলেন এই শিল্পী।

অভিনেতা-নির্মাতা মীর সাব্বির প্রথমবার নির্মাণ করছেন ‘রাত জাগা ফুল’ শিরোনামে চলচ্চিত্র। সরকারি অনুদানপ্রাপ্ত এ চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ। ‘ফোটে ফুল ফোটে আলো অন্ধকারে’ শিরোনামের গানটির কথা লিখেছেন মীর সাব্বির। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গত ১৮ নভেম্বর এ গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

মীর সাব্বিরের লেখা গানটির প্রশংসা করে মমতাজ বলেন—মীর সাব্বিরের চলচ্চিত্রের গানের কথা-সুর খুবই মনে ধরেছে। তিনি এত সুন্দর কথায় গান লিখতে পারেন, তা জানা ছিল না। গানটি গাইতে গিয়েও খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস, খুব ভালো একটি গান পেতে যাচ্ছেন শ্রোতারা।

নিজের চলচ্চিত্রের গানে মমতাজকে পেয়ে উচ্ছ্বসিত মীর সাব্বির। তিনি বলেন—আমার প্রথম চলচ্চিত্রে মমতাজ আপার মতো গুণী একজন সংগীতশিল্পী গান গেয়েছেন, এটাই আমার জন্য অনেক আনন্দের, ভালো লাগার। আসলে গানটি ঘোরের মধ্যে লিখেছিলাম।

আগামী ২৫ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানা গেছে।