বিনোদন

গলিবয় রানা-তবীবের ‘চাপ নাই’ (ভিডিও)

‘গলিবয়’ খ্যাত রানা ও তবীব মাহমুদ নিয়ে এলো ‘চাপ নাই’ শিরোনামে নতুন গান।

‘আমি রানা গলিবয় থাকি চুপচাপ/ আমি ভাঙা লাঠি দিয়ে মারি বড় বড় সাপ/ এটা কামরাঙ্গীরচর টেম্পারেচার বেশি/ একশ চার ডিগ্রি জ্বর/ ঢাকা কাঁপে থরথর’—এমন কথার গানটি রচনা, সুর ও সংগীতায়োজন করেছেন তবীব মাহমুদ। যৌথভাবে এ গানে কণ্ঠ দিয়েছেন রানা ও তবীব।

গত ২৮ নভেম্বর তবীব মাহমুদের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন আকাশ হক। মুক্তির পর দর্শক-শ্রোতারাও প্রশংসা করছেন গানটির।    

গান প্রসঙ্গে তবীব বলেন, লক্ষ-কোটি বছরের বৃদ্ধ পৃথিবীতে আমাদের জীবন মাত্র সত্তর আশি বছরের। এই ক্ষণিকের জীবনে এত চাপ নিয়ে কী হবে! আসলেই ‘চাপ নাই’।