বিনোদন

শিমলার মন খারাপ

নব্বই দশকের তুমুল জনপ্রিয় সিনেমা ‘ম্যাডাম ফুলি’। শহীদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শিমলা। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা দিয়েই দর্শক মাত করেন তিনি। পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মাঝে দীর্ঘ সময় চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এখন বেছে বেছে সিনেমায় অভিনয় করছেন শিমলা।

রাইজিংবিডির সঙ্গে কথাপ্রসঙ্গে শিমলা জানালেন তার মন ভালো নেই। আজকের এই দিনে ২০০৪ সালে বাবাকে হারিয়েছেন তিনি। বাবার মৃত্যুবার্ষিকীতে তিনি রোজা রেখেছেন। মসজিতে মিলাদ ও দোয়ার ব্যবস্থা করেছেন।

শিমলা বলেন, ‘বাবাকে হারানো ছিল আমার জন্য দুঃস্বপ্নের মতো। আজ সারা দিন ঘুরে-ফিরে বাবার কথা মনে পড়ছে। আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসি হন।’   শিমলা অভিনীত ‘নাইওর’, ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে।