বিনোদন

অবশেষে বকেয়া বেতন পেয়ে উচ্ছ্বসিত এফডিসির কর্মচারীরা

চলচ্চিত্র নির্মাণের আতুর ঘর খ্যাত এফডিসিতে কর্মরত রয়েছে দুই শতাধিক কর্মচারী। কিন্তু মাঝে মাঝে তাদের বেতন আটকে যায়। গত দুই মাস ধরে বেতন পাচ্ছিলেন না। এতে বিপাকে পড়ে যান তারা। মঙ্গলবার (৪ জানুয়ারি) এফডিসির কর্মচারীরা বকেয়া বেতন পেয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘গত দুই মাসের বেতন আজ দেওয়া হয়েছে। এছাড়া আগামী দুই দিনের মধ্যে বাকি অন্য মাসের বেতনও যোগ হবে।’

বেতন বকেয়া পড়ায় নিরাপত্তাকর্মী, ক্লিনারসহ এফডিসির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৬১ জন কর্মচারী আর্থিক সঙ্কটে দিন পার করছিলেন। বেতন হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।    

এর আগে প্রতিষ্ঠানটির নিজস্ব আয় কম হওয়ায় মাঝে মাঝে সরকারের কাছ থেকে অনুদান নিয়ে বেতন পরিশোধ করতে হয়েছে এফডিসি কর্তৃপক্ষকে। এদিকে নিরাপত্তাকর্মীদের একজন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের ওভারটাইম বন্ধ রয়েছে।

২৬১ কর্মকর্তা-কর্মচারীর বেতনভাতাসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে ১৮ কোটি টাকা চেয়ে গত বছরের মে মাসে আবেদন করেছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এফডিসিকে ৭ কোটি টাকা দেওয়া হয়। সেই টাকা এফডিসি কর্তৃপক্ষ গতকাল (৩ জানুয়ারি) হাতে পেয়েছে বলে জানান হিমাদ্রি বড়ুয়া।