বিনোদন

ডিপজলের গল্পে তৈরি হচ্ছে সিনেমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রের পর্দায় এ অভিনেতাকে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি তিনি সিনেমা নির্মাণ ও প্রযোজনা করেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘মানুষ কেন অমানুষ’ নামে নতুন সিনেমা প্রযোজনা করছেন।

গতকাল শুক্রবার থেকে তার শুটিংবাড়িতে মহরতের মাধ্যমে এই সিনেমার দৃশ্যধারণ শুরু হয়। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ডিপজলের সঙ্গে জয় চৌধুরী ও মৌ খান অভিনয় করছেন।

ডিপজলের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অমি-বনি কথাচিত্র থেকে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। সাভারের ফুলবাড়িয়ার পরে মানিকগঞ্জের সিংগাইরে সিনেমার দৃশ্যধারণ করা হবে বলে নির্মাতা জানান।

শারীরিক অসুস্থতা কাটিয়ে কাজে ফিরেছেন ডিপজল। করোনাকালে বেশ সতর্কতায় কাজ শুরু করলেন তিনি। ডিপজলের নিজের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে আরো অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরণ কুমার, সেলিম প্রমুখ।