বিনোদন

বিমান বাহিনীর সেই হত্যাকাণ্ড নিয়ে ‘নাটের গুরু’

১৯৭৭ সালে পৃথিবীর ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড সংগঠিত হয় বাংলাদেশে। সে সময় বিমানবাহিনীতে রহস্যময় অভ্যুত্থানের নামে সৈনিকদের হত্যা করা হয়। সেদিনের লোমহর্ষক হত্যাকাণ্ড আজও মানুষকে কাঁদায়। মন আজও অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। সেই হত্যাকাণ্ড উপজীব্য করে তৈরি হয়েছে ধারাবাহিক তথ্যচিত্র ‘নাটের গুরু’।

এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে ১৯৭৭ সালের ২ অক্টোবর আসলে কী ঘটেছিল? আসলেই কি সেদিন কোনো অভ্যুত্থান সংগঠিত হয়েছিল? নাকি অভ্যুত্থানের নামে সৈনিকদের নির্বিচারে হত্যার গুপ্ত ফাঁদ পাতা হয়েছিল? এসব প্রশ্নের উত্তর মিলবে ‘নাটের গুরু’তে।

ধারাবাহিক তথ্যচিত্রটি বিটিভিতে প্রচার হবে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৮ টা ৩০ মিনিটে।