বিনোদন

অস্ট্রেলিয়ায় বিজয়ের রেকর্ড

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপাতি। তার অভিনীত ‘মাস্টার’ সিনেমাটি গত ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে। মুক্তির পর দর্শক-সমালোচকদের দারুণ ইতিবাচক সাড়া পাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা। অস্ট্রেলিয়াতেও মুক্তি পেয়েছে এটি। সেখানে বক্স অফিসে রেকর্ড গড়েছে সিনেমাটি।

বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে জানিয়েছেন—ওয়াও ‘মাস্টার’! করোনার এই দিনেও অস্ট্রেলিয়ায় মুক্তির প্রথম সপ্তাহে ‘মাস্টার’ রেকর্ড গড়েছে। গত বুধবার ২৮৩৫১৭, বৃহস্পতিবার ৯৬২৭১, শুক্রবার ১০৭৬৭২, শনিবার ১২৩০৮০ ও রোববার ৭৪২৭৪ ডলার আয় করেছে। যার মোট আয় দাঁড়িয়েছে ৩ কোটি ৮৫ লাখ রুপি।  

এর আগে অস্ট্রেলিয়ায় যেসব তামিল সিনেমা ভালো করেছিল তার মধ্যে রয়েছে—বিজয়ের ‘মের্সাল’, রজনীকান্তের ‘২.০’ সিনেমাটি। মুক্তির প্রথম দিনে ‘মের্সাল’ ও ‘২.০’ সিনেমাটি যথাক্রমে আয় করেছিল ১ লাখ ৩৩ হাজার ও ২ লাখ ৩০ হাজার ৪৩০ রুপি। তামিল সিনেমার মধ্যে প্রথমবার ‘মাস্টার’ প্রথম ৫ দিনে এত আয় করলো।

ভারতের তামিল নাড়ুর ৫৫০টি প্রেক্ষাগৃতে মুক্তি পেয়েছে সিনেমাটি। দক্ষিণ ভারতে অন্যান্য জায়গায় ৮৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ। এতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন মালবিকা মোহনান।