বিনোদন

তাদের বাসা ভাড়ার গল্প

গ্রাম থেকে তিন বন্ধু শহরে এসেছে। কথা ছিল, তাদের এক বন্ধুর বাসায় ওঠার। কিন্তু সেই বন্ধু তাদের রিসিভ করতে আসেনি। কোনো উপায় না পেয়ে তারা বাসা ভাড়া নেওয়ার পরিকল্পনা করে। কথা অনুযায়ী তিন বন্ধু মিলে বাসা খোঁজতে নেমে পড়ে।

অনেক খোঁজাখুজির পর তারা বাসা ভাড়া পায়। একই বাসার অন্য ইউনিট ভাড়া নেয় ছন্নছাড়া তিন বান্ধবী। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। প্রতিনিয়ত তাদের মাঝে ঝামেলা হয়, প্রেম নিবেদন করে, সর্বশেষ নিজেদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘বাসা ভাড়া’।

ফারুক আহমেদ রচিত এ নাটক পরিচালনা করেছেন আতিফ আসলাম বাবলু। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শাহরিয়ার নেওয়াজ জনি, সেলিনা আফ্রি, সিয়াম নাসির, সুহাসিনী সুহা, প্রান্ত ইসলাম, শায়লা সুলতানা সাথী, এইচকে স্বাধীন, শাহরিয়ার প্রিন্স, হারুন রশিদ প্রমুখ। নগরীর উত্তরার দিয়া বাড়িতে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

কমেডি ঘরানার নাটকটি প্রযোজনা করেছে শেকড় মাল্টিমিডিয়া। খুব শিগগির বেসরকারি একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে। এরপর ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।