বিনোদন

নায়িকার চোখে অঞ্জনি, শুটিং বন্ধ

নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করছেন টেলিফিল্ম ‘নীল জলের কাব্য’। এতে অভিনয় করছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও আফরান নিশো। মঙ্গলবার (৯ মার্চ) এ টেলিফিল্মের আধাবেলা শুটিং করার পর প্যাক-আপের ঘোষণা দেন পরিচালক। কারণ নায়িকার চোখে অঞ্জনি উঠেছে। 

শুটিং বন্ধ করার কারণ ব্যাখ্যা করে শিহাব শাহীন বলেন—ভেবেছিলাম শুটিংয়ের সময় অঞ্জনি তেমন বাধা হবে না। তাই দ্বিতীয় দিনের মতো শুটিং শুরু করি। কিন্তু অনেক কারসাজি করেও লক্ষ্য করলাম, ক্লোজ শটে গেলেই পর্দাজুড়ে ভেসে উঠছে সেটি। এভাবে পর্দায় নায়িকাকে উপস্থাপন করা ঠিক না। এজন্য প্যাক-আপ করে দেই। 

‘নীল জলের কাব্য’ টেলিফিল্মের দেড় দিনের শুটিং করেছেন নির্মাতা। অঞ্জনিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে স্টাই বা হরডিওলাম। বেশির ভাগ ক্ষেত্রে এটি এক সপ্তাহের মধ্যে সেরে যায়। আপাতত নির্মাতা সেই অপেক্ষায় আছেন। 

ঈদুল ফিতর উপলক্ষে পরিচালক শিহাব শাহীন নির্মাণ করছেন টেলিফিল্মটি। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে প্রচার হবে এটি।