বিনোদন

চার শিল্পীর কণ্ঠে ‘মুজিববর্ষ’

মুজিববর্ষ উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিলেন এ প্রজন্মের চার শিল্পী। ‘মুজিববর্ষ’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন কিশোর, রন্টি, সাব্বির ও লুইপা।

‘মুজিববর্ষ জেগে উঠুক সম্প্রীতির বর্ণিল উৎসবে/ লক্ষ কোটি তারার আলোর ঝলকানিতে’—এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং। সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। ১৭ মার্চ এস এইচ গ্লোবাল টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।

সংগীতশিল্পী কিশোর বলেন, ‘গানের কথা-সুর এবং সংগীতায়োজন খুব চমৎকার। এ গানের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পেরে গর্ববোধ করছি।’ এ গানের আরেক শিল্পী লুইপা বলেন, ‘মুজিববর্ষ’ শিরোনামের গানটি একটি উৎসবমুখর গান। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আমরা চারজন গানটি গেয়েছি।’

গায়কির প্রশংসা করে গীতিকার সুজন হাজং বলেন, ‘‘মুজিববর্ষ’ গানটি এই চারজনই অসাধারণ গেয়েছেন। চারজনের কণ্ঠেই আলাদা বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য আছে। তাই গানটিতে বহুমাত্রিক আবেদন তৈরি হয়েছে। আশা করি, এই গান মুজিববর্ষকে আরো উজ্জীবিত করবে।’’