বিনোদন

হাসপাতালে অভিনেতা সোহম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী।

কয়েকদিন পরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এতে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন তিনি। চন্ডীপুর থেকে প্রার্থী হয়েছেন। দিন-রাত এক করে ভোটের প্রচার করছিলেন। পরে সময়ে অসুস্থ হয়ে পড়েন।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ মার্চ) থেকে অসুস্থ ছিলেন সোহম। গায়ে হালকা জ্বর নিয়েই প্রচার কাজ চালিয়েছেন। কারণ এই সময় একটি দিন মানে তার কাছে অনেক কিছু। কিন্তু শুক্রবার তার জ্বর বাড়তে থাকে। গুরুতর অসুস্থত হয়ে পড়েন তিনি। পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে অনেকটাই সুস্থ সোহম। জ্বরও কমেছে। করোনার উপসর্গ না থাকলেও তার কোভিড-১৯ টেস্ট করা হয়েছে।

এদিকে শারীরিক অবস্থার আরো উন্নতি হলে ও কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পাওয়ার পর সোহমকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। সুস্থ হলেই এই অভিনেতা আবারো নির্বাচনের প্রচারে ফিরবেন বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।